রবিবার, ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা পেলো গোপালগঞ্জের সাংবাদিকরা।।লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা পেলো গোপালগঞ্জের সাংবাদিকরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, তথ্য মন্ত্রণালয় ও মুকসুদপুর প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রত্যেককে ১০ হাজার করে ৪২জন সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর সহযোগিতার চেক তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। রবিবার (১ নভেম্বর) দুপুরে জেলার মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাদ হোসেন লিটু প্রমূখ।