শনিবার, ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » বিশ্বনবী (স.)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শন: প্রতিবাদে শশীভূষনে বিক্ষোভ মিছিল।।লালমোহন বিডিনিউজ
বিশ্বনবী (স.)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শন: প্রতিবাদে শশীভূষনে বিক্ষোভ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, শশীভূষণ প্রতিনিধি : মহানবী হযরত মোহাম্মদ (স.)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলার শশীভূষণে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদ ও ইসলামী আন্দোলনের উদ্যােগে বিক্ষোভ মিছিল হয়।
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে “ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান” এবং “বিশ্বনবীর অপমান, সইবে না মুসলমান” স্লোগানে মিছিলটি বাজার বড় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শশীভূষণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় মাজেদ মিয়া ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ফ্রান্সের ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করে ক্ষদ্ধ মুসল্লিরা।
সমাবেশে বক্তব্য রাখেন, শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাও: নুরে আলম নুরানী, সাধারণ সম্পাদক মাও: ছালাউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মাও: হারুনুর রসিদ, সাংগঠনিক সম্পাদক মাও: রুহুল আমিন, মুফতি আ: কাদির, মাও: সাইফুল ইসলাম ও শশীভূষণ থানা ইসলামী যুব আন্দোলনের নেতা মাও: আব্বাছ উদ্দিন।
এসময় বক্তারা বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন ও প্রাণের নবীকে নিয়ে অবমাননা কোন মুসলমান সহ্য করবেনা। ফ্রান্সের সকল পন্য বর্জন করে সকল কুটনৈতিক চুক্তি বাতিল করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান ব্ক্তারা।