শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পাটওয়ারীর হাটে মুসল্লীদের বিক্ষোভ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন পাটওয়ারীর হাটে মুসল্লীদের বিক্ষোভ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করাসহ ফ্রান্সের প্রেসিডেন্ড এমানুয়েল ম্যাঁক্রোর সমর্থনপূর্বক পুনরায় সরকারি ভবনে ওই কার্টুন প্রকাশ করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর পাটওয়ারীর হাট এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ পাটওয়ারীর হাটে বিক্ষােভ মিছিল শুরু হয়। এসময় পার্শ্ববতী এলাকার বিভিন্ন জামে মসজিদের মুসল্লীগণ ও মিছিলে যোগদান করেন।
“মহানবী নবীর অপমান, সইবে না মুসলমান” ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান” স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা।
পরে আলহাজ্ব মাওঃ নুর ইসলাম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মফিজুল ইসলাম , হাফেজ মোঃ ইয়াসিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় ইসলামের উপর বারবার আক্রমনাত্মক মনোভাব নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ধর্মীয়ভাবে ইসলামকে ছোট করার ষড়যন্ত্র করা হচ্ছে। এর প্রতিবাদে পুরো বিশ্বের মুসলিমরা আজ একতাবদ্ধ হয়েছে। ফ্রান্সের পণ্য বয়কট করে মুসলিমরা তাদের প্রতিবাদ ব্যক্ত করেছে। বাংলাদেশ সরকারের উচিত ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের মুসলিমদের পক্ষে নিজেদের অবস্থান ফ্রান্স সরকারকে জানিয়ে দেয়া।