বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘করোনায় অর্থনীতির গতিশীলতা ঠিক রাখতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী’।।লালমোহন বিডিনিউজ
‘করোনায় অর্থনীতির গতিশীলতা ঠিক রাখতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী’।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনার কারণে দেশের অর্থনীতি যাতে গতিশীলতা না হারায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ রোধে সবাইকে বিশেষভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টােবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় ২০২০ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দেন তিনি। প্রতিবছর ২৫শে মার্চ এই পুরস্কার দেয়া হলেও, এবার করোনার কারণে পেছানো হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতির সব চেষ্টা করলেও, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে কাজ করছে।’ করোনার দ্বিতীয় ঢেউ রোধে সব প্রস্তুতি রয়েছে বলে জানান সরকারপ্রধান। তবে, সবাইকে বিশেষভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান তিনি।
এ বছর এই পুরস্কার পেয়েছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, অবসরপ্রাপ্ত প্রয়াত কমান্ডার আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। এছাড়া শিক্ষায় টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।