বুধবার, ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আগামী জুলাই থেকে জমির খাজনা শতভাগ অনলাইনে-ভূমিমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
আগামী জুলাই থেকে জমির খাজনা শতভাগ অনলাইনে-ভূমিমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আগামী বছরের জুলাই থেকে অনলাইনেই শতভাগ খাজনা পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী।
এর আগে মার্চ থেকে অনলাইনের পাশাপাশি সরাসরি উপস্থিত হয়েও খাজনা দেয়া যাবে বলেও জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বুধবার সচিবালয়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর বা খাজনা ব্যবস্থাপনার উদ্বোধন করে এসব তথ্য জানান ভূমিমন্ত্রী।
মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় সরাসরি সেবামূলক মন্ত্রণালয় হওয়ায় স্বাভাবিকভাবেই এখানে থাকে। এ কারণে মন্ত্রণালয়ের সব অংশকে ডিজিটাল করা হচ্ছে। মানবস্পর্শ যতো কমবে, দুর্নীতি ততো কমবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এক্ষেত্রে পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৮ জেলার ৯টি উপজেলার ৯টি পৌর ও ইউনিয়ন ভূমি অফিসকে নির্বাচিত করা হয়েছে। প্রতিবছর দেশের ৫১১টি উপজেলা ভূমি অফিসের অধীনে ৩৪৬২টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে প্রায় ৫ কোটি হোল্ডিং থেকে প্রায় ৬০৬ কোটি টাকা খাজনা আদায় করা হয়ে থাকে।