মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শশীভূষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শাহাবুদ্দিন ভূইয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬ টার দিকে শাহাবুদ্দিনের মাছের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এলাকার ইয়াছিন ভূইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শাহাবুদ্দিনের মাছের খামারের পাড়ে রাতের বেলায় বৈদ্যুতিক তার দিয়ে রাখতেন। প্রতিদিন সকালে লাইন বন্ধ করে খামার পরিচালনার কাজ করতেন। কিন্তু আজ সকালে ফজরের নামাজ পড়ে অন্যপথে খামারে প্রবেশ করার সময় জালের সুতার সাথে পা আটকে বিদ্যুতের তারের উপর গিয়ে পড়েন তিনি। আশেপাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই শাহাবুদ্দিন ভূইয়ার মৃত্যু হয়।