রবিবার, ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ডেঙ্গু আফডেট: দেশে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১২জন।।লালমোহন বিডিনিউজ
ডেঙ্গু আফডেট: দেশে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১২জন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুে আক্রান্ত হয়ে ১২জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এদের মধ্যে ঢাকা বিভাগের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জন। নতুন এই নয়জন রোগীসহ ঢাকা বিভাগে মোট ৩০জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি রয়েছে ৩০জন রোগী
এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে চারজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুই জনের তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।
এ বছরের ১লা জানুয়ারি থেকে ২৫শে অক্টোবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৩৯ জন।