বুধবার, ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দেশে গত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৫৪৫।।লালমোহন বিডিনিউজ
দেশে গত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৫৪৫।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৫ হাজার ৭২৩ জনের প্রাণহানি হলো।
গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন।
দেশে করোনা শনাক্ত হওয়ার ২২৮তম দিনে আজ বুধবার (২১ অক্টোবর), দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯১টি। আর দেশের মোট ১১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,০৮৬টি। এর মধ্যে ১,৫৪৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৯৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৬ হাজার ৪১১টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৮২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৫,৭২৩ জনের মধ্যে ৪ হাজার ৪০৪ জন পুরুষ ও ১,৩১৯ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮.৫৬ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯ হাজার ৮৮০ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১৬৪ জন।