বুধবার, ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ১৬ জেলের জেল জরিমানা।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ১৬ জেলের জেল জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেক আটক করেছে কোস্টগার্ড।
বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানায়, বুধবার দিবাগত রাতে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় মেঘনার বিভিন্ন এলাকা থেকে মাছ শিকারের দায়ে ৪টি নৌকা, ৪ হাজার মিটার জাল ও ১৬ জেলেকে আটক করা হয়। পরে আটককৃত জেলেদের মধ্যে ৭জন কে ভ্রাম্যমাণ আদালতের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং বাকি ৯ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১ বছর করে বিনাশ্রম করাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুর রহিম (৪০), রিয়াজ (৩৮), আব্দুল হামিদ (৩৫), মিজান (৩৯), ইমরান (২২), আইয়ুব (৩৫), রাশেদ (২৮), ইউনুছ (৩৩) ও সোহাগ (২০)। আটক প্রত্যেক জেলের বাড়ি পাশ্ববর্তী লালমোহন উপজেলার বিভিন্ন গ্রামে।
এদিকে আটককৃত নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে এবং জালগুলো শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় আগুণে পুড়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণের অভিযান সফল করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আইন অমান্যকারীদের সাথে কোন আপস নেই।