সোমবার, ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচন: আইন শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি নির্বাচন: আইন শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আগামীকাল ২০ অক্টোবর (মঙ্গলবার) ভোলার লালমোহন উপজেলাধীন ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়ে লালমোহন থানা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় লালমোহন থানা ভবন হলরুমে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর পরিচালনায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: রাসেলুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন আল মামুন।
আগামীকালের ভোটগ্রহণ সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও সুস্থভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ৪ জন ম্যাজিস্ট্রেট, ১প্লাটুন বিজিবি, ২ টিম র্যাব, প্রায় দুইশত পুলিশ ও ১৭০জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ফরাজগঞ্জ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯হাজার ১৯হাজার ৯৫২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ১২৫ ও নারী ৯হাজার ৮শ ২৭জন। ভোট কেন্দ্র ১০টি।