রবিবার, ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার ভিন্নভাবে পালন করেছে জাতীয় প্রেসক্লাব। এবছর এখন পর্যন্ত ১৮ সদস্যকে হারিয়েছে ক্লাবটি। তাদের স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়।
সকালে এ স্মরণসভায় অংশগ্রহণ করেন প্রয়াত সাংবাদিকদের পরিবার, জেষ্ঠ্য সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভায় ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী আশাবাদ জানান, সাংবাদিকেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বজায় রেখে সামনে এগিয়ে যাবে। ভবিষ্যৎ প্রেসক্লাবের সকলে যেন সুখে দুঃখে এক হয়ে থাকতে পরি সে আশাবাদ ব্যাক্ত করেন ইকবাল সোবহান চৌধুরী।
প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাস বলেন, ক্লাবের যেসব সদস্য মারা গেছেন, তাদের পরিবারের পাশে সবসময় থাকবেন তারা। এছাড়াও, প্রয়াত সাংবাদিকদের স্মরণ করেন তাদের সহকর্মী ও পরিবারের সদস্যরা।