শনিবার, ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং’র সমাবেশ ও র্যালী।।লালমোহন বিডিনিউজ
নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং’র সমাবেশ ও র্যালী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এবং “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” স্লোগানে ভোলার লালমোহনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা পুলিশ’র আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় আলোচনা সভা ও র্যালী বের করে লালমোহন থানার ৭নং বিট পুলিশ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ’র সভাপতিত্বে আলোচনা সভায় নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান।
সমাবেশে বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, শিক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপস্থিতিদের অংশগ্রহণে লালমোহন থানা ভবনের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উল্লেখ্য, এদিন সারাদেশের সাথে একযোগে লালমোহন থানার ১৬টি বিট পুলিশ কার্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে।