বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নৌকায় ভোট চেয়ে উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি ইউনুছ মিয়ার গণসংযোগ।।লালমোহন বিডিনিউজ
নৌকায় ভোট চেয়ে উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি ইউনুছ মিয়ার গণসংযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফরহাদ হােসেন মুরাদ এর পক্ষে নৌকা প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেছেন উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি ও দ্বীপ উন্নয়ন সোসাইটির পরিচালক আলহাজ্ব ইউনুছ মিয়া।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় অর্ধশত মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবুগঞ্জ বাজার থেকে গণসংযোগ শুরু হয়ে তালতলা, সাদাপুল, শাওন বাজার, বেড়িরমাথা, সাতানী বাজার হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
গণসংযোগকালে নৌকা প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের হাতে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।