
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গুজবের বিরুদ্ধে কাজ করছে সরকার’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গুজবের বিরুদ্ধে কাজ করছে সরকার’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে গুজবের বিরুদ্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুজব তৈরি হয় সামাজিক অস্থিরতা বাড়াতে, বাহিনীর ভেতর বিভ্রান্তি তৈরির জন্য। গুজব প্রতিরোধে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের কাছে তথ্য চাইলে তারা মাঝে মাঝে সহযোগিতা করছে।
মন্ত্রী আরও বলেন, ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। আর বিচার সরকারের হাতে নয় জানিয়ে মন্ত্রী বলেন, এটা আদালতের সিদ্ধান্ত। তবে, এ সমস্ত ক্ষেত্রে বিচার যেন দ্রুত সম্পন্ন হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথাও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
এদিকে, সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, অপরাধীকে অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে।