বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সাংসদ নিক্সনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন।।লালমোহন বিডিনিউজ
সাংসদ নিক্সনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন সিইসি।
অভিযোগের সত্যতা পাওয়ায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে ফরিদপুরের আদালতে মামলা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এছাড়ার ঘটনার বিস্তারিত অনুসন্ধান করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানায় কমিশন। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় তিনি বলেন, বহুদিন ধরে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না হওয়ায়, ভোটারদের মধ্যে কিছুটা অনীহা দেখা যাচ্ছে। তবে, নির্বাচন কমিশনের ওপর ভোটাদের আস্থা নেই, এমন বক্তব্য মানতে নারাজ সিইসি।
আসছে উপ-নির্বাচন নিয়ে কমিশনের কোনো চ্যালেঞ্জ নেই দাবি করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হবে বলেও আশা প্রকাশ করেন কে এম নুরুল হুদা।
এর আগে, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এমপি নিক্সন। সংবাদ সম্মেলনে এ সংসদ সদস্য দাবি করেন, তার বক্তব্য সুপার এডিট করে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।
তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন দাবি করেন, তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি। বলেন, ‘আমি যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে থাকি তাহলে ফরিদপুরের জেলা প্রশাসকও আচরণবিধি লঙ্ঘন করেছেন।’ এ সময় তিনি ভোটের আগের দিন ১৩ জন ম্যাজিস্ট্রেটকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেয়া নিয়েও প্রশ্ন তোলেন।
তার সংবাদ সম্মেলনের পর ফরিদপুর চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বক্তব্য এডিট করা হয়নি। তিনি ফোনে যা বলেছেন তাই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।