বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ১৬ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৫শ’ ৯৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
একদিনে ১৪ হাজার ৪শ’ ১১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬শ’ ৮৪ জনের। এ নিয়ে মোট তিন লাখ ৮২ হাজার ৯শ’ ৫০ জনের করোনা শনাক্ত হলো। একদিনে আরও ১ হাজার ৫শ’ ৭৬ জনসহ মোট সুস্থ হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৪শ’ ৫৯ জন।
গেল ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।