মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কারিতাস বরিশাল অঞ্চল মনপুরা উপজেলা ও ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)র আয়োজনে জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে “ দূর্যোগের ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা তাল বীজ রোপন কর্মসূচি বাস্তবায়নে করেন।উপজেলা চত্বর থেকে এক বণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় পরিষদ চত্বর এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহ অফিসার সেলিম মিয়া সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী।
এছাড়া আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনপুরা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব অলিউল্লাহ কাজল,১নং মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, কারিতাস বরিশাল অঞ্চলের আওতায় মনপুরা উপজেলা মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার জহিরুল ইসলাম, জুনিয়ার প্রোগ্রাম অফিসার অশোক কুমার রায়,সিপিপি উপজেলা টিমলিডার অনি চৌধুরী ,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন,যুগান্তর প্রতিনিধি আব্দুল্লাহ জুয়েল, ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সদস্যবৃন্দ,ত্রান ও পুর্নবাসন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।