সোমবার, ১২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সাড়ে ১৮ হাজার নারী স্বেচ্ছাসেবক যুক্ত হচ্ছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচিতে।।লালমোহন বিডিনিউজ
সাড়ে ১৮ হাজার নারী স্বেচ্ছাসেবক যুক্ত হচ্ছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচিতে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নতুন করে সাড়ে ১৮ হাজার নারী স্বেচ্ছাসেবক যুক্ত হচ্ছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচিতে। বিষয়টি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উপলক্ষ্যে, নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরো জানান, প্রতিটি দুর্যোগ পূর্বাভাসের আধুনিক যন্ত্রের ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ করে বজ্রপাত প্রবণ এলাকায় গুরুত্ব দেয়া হচ্ছে বেশি।
বর্তমানে নারী-পুরুষ মিলে মোট সিপিপি স্বেচ্ছাসেবী ৭৪ হাজার ৫শ জন। প্রতিবন্ধীবান্ধব ৬০টি উদ্ধার জলযানের ব্যবস্থা করা হয়েছে। এবারের প্রতিপাদ্য: ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’।