সোমবার, ১২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : অস্ত্র মামলার দুই ধারায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড। সোমবার (১২ই অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।
পাপিয়া দম্পতিকে অস্ত্র মামলায় ২০ বছর এবং গুলি রাখার মামলায় ৭ বছর মোট ২৭ বছর কারাদণ্ড দেয়া হয়। দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে এই দম্পতিকে মোট ২০ বছেরের সাজাই খাটতে হবে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এরা রাজনৈতিক কর্মী নয়, তারা দেশের জন্য বিপদজ্জনক। পাপিয়া দম্পতির বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার রায় হল।
গত ২২শে ফেব্রুয়ারি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক হন পাপিয়া দম্পতি। উদ্ধার হয় অস্ত্র, দেশী বিদেশী মুদ্রাসহ বিদেশী মদ। এসব ঘটনায় শেরে বাংলা নগর থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়।
তদন্ত শেষে ২৯শে জুন অস্ত্র মামলাটি অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই মো. আরিফুজ্জামান। আর ২৩শে আগস্ট পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় বিচার।
মাত্র ৫ কার্যদিবসে আলেচিত এ মামলার ১২ জনের সাক্ষ্য নেন আদালত। চার কার্যদিবস আত্মপক্ষ সমথর্নসহ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এই দিন ঠিক করেন বিচারক।