রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয়-জিএম কাদের।।লালমোহন বিডিনিউজ
করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয়-জিএম কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আসন্ন শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার আশঙ্কা থাকলেও তা মোকাবিলায় সরকারের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় জি এম কাদের করোনার প্রকোপ ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ উল্লেখ করে দেশে করোনার আসল পরিস্থিতি নিয়ে জনমনের বিভ্রান্তি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া, এইচএসসি পরীক্ষা না নেয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান জি এম কাদের।
জি এম কাদের আরও বলেন,’হাত তালি পাওয়ার মতো কোন কাজ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে এটা সাধারণ মানুষ বিশ্বাস করবে বলে আমি মনে করি না। শীতে যদি করোনার প্রকোপ বাড়ে; সরকারীভাবে ওনারা প্রস্তুত আছে বলে ওনারা বলছেন, তবে কতটুকু প্রস্তুত আছেন এটা আমরা জানতে চাই। এইচএসসি পরীক্ষাটা আমরা মনে করি নিতে পারলেই ভালো হয়। সবকিছু চালু হয়ে গেছে, এখন পরীক্ষা বন্ধ রাখার কোন প্রয়োজন আমি মনে করি ছিল না।’