রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ভোলা বাস মালিক সমিতির স্টাফসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ভোলা বাস মালিক সমিতির স্টাফসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহান উদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে স্কুল ছাত্রী (১৩) অপহরণ ও ধর্ষণের মামলায় সফিকুল ইসলাম শফিক (৩০) ও ভোলা বাস মালিক সমিতির স্টাফ মো: নাগর মাল (৩০) নামের দুইজনকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
৯ অক্টোবর (শুক্রবার) অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। আটক সফিকুল ইসলাম সফিক লালমোহন উপজেলার কালমা ২নং ওয়ার্ড এলাকার লাল মিয়া ঢালীর ছেলে এবং মো: নাগর মাল একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরলক্ষী এলাকার হাবু উল্যাহ মালের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে লালমোহন থেকে এক স্কুল ছাত্রী (১৩) কে নিজ বাড়ি থেকে অপহরণ করে সফিক ও নাগর মাল। পরে ওই ছাত্রীকে রাত প্রায় ৯টার দিকে বোরহানউদ্দিনের কাচিয়া ৬নং ওয়ার্ড পদ্মামনষা এলাকায় বাগানের ভিতরে পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই স্কুল ছাত্রী কে ভোলা-চরফ্যাশন সড়ক সংলগ্ন সরকারী আবাসন প্রকল্পের সামনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা।
সংবাদ পেয়ে ওইদিন রাত পৌনে ১১টার দিকে ওই স্কুল ছাত্রীকে উদ্বার করে এবং তাকে প্রাথমিক চিকিৎসা ও ধর্ষণ জনিত পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
এ ঘটনায় স্কুল ছাত্রীর মা কোহিনুর বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ০৬, ০৯ অক্টোবর ২০২০।
পরে লালমোহন ও বোরহানউদ্দিনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে দ্রুত স্কুল ছাত্রী কে উদ্ধারকরে চিকিৎসার ব্যবস্থা করেছি। অভিযোগের ভিত্তিতে দুইজন কে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাদে স্কুল ছাত্রীকে অপহরণ ও গণ ধর্ষনের কথা স্বীকার করেছেন। আটককৃতদের ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১০ অক্টােবর (শনিবার) আসামীদেরকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে তারা।
এদিকে ভোলা বাস মালিক সমিতির নির্দেশে স্টাফ নাগর হাওলাদারের বিরুদ্ধে লালমোহন-ভোলা রুটে চলাচলকারী সিএনজি আটক, চালকদের কে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। এমন অভিযোগে নাগর হাওলাদারের সহযোগী হাসানসহ দুইজন কে অভিযুক্ত করে লালমোহন থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।