বুধবার, ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে না।।লালমোহন বিডিনিউজ
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে না।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। অনলাইন ব্রিফিংয়ে জানালেন শিক্ষামন্ত্রী।
বুধবার (০৭ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরো জানান, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের মুল্যায়ন হবে।
মন্ত্রী বলেন, “২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।”
তিনি আরো জানান, আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করার চিন্তা করা হচ্ছে। যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়।
এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১শে অক্টোবর পর্যন্ত আগেই বাড়ানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।