বুধবার, ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » কর্তারহাটের খেলার মাঠটি দখলমুক্ত করার দাবি “খেলোয়ার কল্যাণ সংস্থার”।।লালমোহন বিডিনিউজ
কর্তারহাটের খেলার মাঠটি দখলমুক্ত করার দাবি “খেলোয়ার কল্যাণ সংস্থার”।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ঐতিহ্যবাহি খেলার মাঠ দখল-দূষণমুক্ত করে খেলাধূলার পরিবেশ সৃৃষ্টির দাবিতে মানবন্ধন করেছে “কর্তারহাট খেলোয়ার কল্যাণ সংস্থা।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার রমাগঞ্জ কর্তারহাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে “কতারহাট খেলোয়ার সংস্থার” যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ ও সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদ্দাম বলেন, বলেন, কর্তারহাটে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ “রমাগঞ্জ স্কুল এন্ড কলেজ” রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য খেলার কোন মাঠ নেই। তবে বিদ্যালয়ের পেছনে ও বাজারের পূর্ব পার্শ্বে একটি খালি স্থান রয়েছে। এখানেই দীর্ঘবছর পর্যন্ত আমরা খেলাধূলা করতাম। তবে স্থানীয় কিছু প্রভাবশালী ও ভূমিদস্যূদের থাবায় দিনদিন ছোট হয়ে আসছে মাঠটি। ফলে খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার খেলোয়াররা।
সংস্থার সভাপতি মোঃ রাসেল বলেন, আমাদের পূর্ব পুরুষরাও এ মাঠেই খেলাধূলা করেছেন। দখলের ফলে মাঠটি তার ঐতিহ্য হারাচ্ছে। আমাদের এ এলাকা থেকে অনেক খেলোয়ার তৈরি হয়েছে। তারা জেলার বিভিন্নস্থানে নিমন্ত্রণ পেয়ে খেলতে যায়। তবে বর্তমানে মাঠের পরিবেশের কারণে খেলোয়াররা অনুশিলন করতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনসহ বিভিন্ন মহলের কাছে জানিয়েও কোন প্রতিকার পাইনি।
তাই মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় যুবসমাজকে বাঁচাতে অতিদ্রুত এ মাঠটি সংস্কার ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।