মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা নৌকায় ভোট দেয়ার দরকার নেই- ইউপি চেয়ারম্যান প্রার্থী মুরাদ।।লালমোহন বিডিনিউজ
মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা নৌকায় ভোট দেয়ার দরকার নেই- ইউপি চেয়ারম্যান প্রার্থী মুরাদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও ইভটিজাররা নৌকায় ভোট দেয়ার কোন প্রয়োজন নেই। কারণ আপনাদের এসব অপকর্মে আমার পক্ষ থেকে কোন সহযোগিতা পাবেন না।
মঙ্গলবার রাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ মাতবর বাড়ি ও মুসা মিয়া হাওলাদার বাড়িতে উঠোন বৈঠকে এসব কথা বলেন তিনি।
আগামী ২০ অক্টোবর অনুুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে মুরাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় কোন অপরাধীর জায়গা নেই, জায়গা হবেও না। ফরাজগঞ্জবাসী যদি নৌকা প্রতীককে নির্বাচিত করে তাহলে এ এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ, ইভিটিজার, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর আশ্রয় হবেনা।
এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যার শুনে তা সমাধানের আশ্বাস দেন নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন মুরাদ।