
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হচ্ছে নানা আয়োজনে।।লালমোহন বিডিনিউজ
জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হচ্ছে নানা আয়োজনে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ডেস্ক : “জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০।
প্রতি বছরের মতো এবারো স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ এর উদ্যোগে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নানা আয়োজন করেছে। জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র, বিজ্ঞাপন প্রকাশসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮৭৩ সালের ২রা জুলাই বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করেন। এরপর ২০০১ -২০০৬ সালে ইউনিসেফ- বাংলাদেশ এর সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।