মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ধর্ষকদের পারিবারিকভাবে বর্জনের আহ্বান ইন্দিরার।।লালমোহন বিডিনিউজ
ধর্ষকদের পারিবারিকভাবে বর্জনের আহ্বান ইন্দিরার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ধর্ষণকারীকে পারিবারিকভাবে বর্জনের আহবান জানিয়ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা । সকালে ভার্চুয়াল মাধ্যমে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনায় তিনি এই আহবান জানান।
আলোচনায় বক্তারা বলেন, পরিবারে বা সমাজে কেউ নিপীড়ণের শিকার হলে সময় ক্ষেপন না করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে তখনই জানাতে হবে। পরিবারের কন্যাশিশুদের বিভিন্ন ধরনের অনাকাংখিত স্পর্শ সম্পর্কে সচেতন করতে অভিভাকদের করারও পরামর্শ দেন তারা। আর মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশুর উপর নিপীড়ন বন্ধে সরকার তৎপর রয়েছে। পরিবারকেও এগিয়ে আসতে হবে।