
শুক্রবার, ২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ‘প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, দেশের সম্পদ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলার লালমোহনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের আয়োজনের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিবন্ধি শিশুর হার কমে আসছে। প্রতিবন্ধীরা ছিল একসময় অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলই অটিস্টিক শিশুদের নিয়ে প্রথম কাজ শুরু করেন। তাদের অধিকার প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধির জন্য কাজ করার কারণে পুতুল আন্তর্জাতিকভাবে পুরুস্কৃত হয়েছেন।’
স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান সিফাতের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ফ্রী আইসিটি ট্রেনিং কোর্সের উদ্যেক্তা ইশরাক চৌধুরী নাওয়াল, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ আওয়ামী লীগ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।