শুক্রবার, ২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভোলায় জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভোলা শহরের লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর ভোলা জেলায় ১০৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা সদর উপজেলা ২৬টি, দৌলতখানে ৬টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমুদ্দিনে ১৪টি, লালমোহনে ১৮টি, চরফ্যাশনে ১০টি ও মনপুরা উপজেলা ১০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে এবছর শারদীয় দুর্গোৎসব আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পূজা মণ্ডপগুলোতে সাউন্ড সিস্টেম ও সীমিত পর্যায়ে আলোকসজ্জা, জনসমাগম সীমিত রাখা ও মাদক মুক্ত পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিশেষ জোর দেয়া হয়।
পাশাপাশি সকল ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। এছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ও স্থানীয় জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ সভাপতি শিবু কর্মকার, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদারসহ জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিকাশ মজুমদার, সমির কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, কোষাধ্যক্ষ মিন্টুলাল কর্মকার, মহিলা বিষয়ক সম্পাদিকা নন্দ রানী সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহা প্রমুখ।