রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম » সুস্থ পরিবেশের রক্ষার্থে মাদক নির্মুল করতেই হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
সুস্থ পরিবেশের রক্ষার্থে মাদক নির্মুল করতেই হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক, দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্ছার প্রধানমন্ত্রী। সুতরাং সুস্থ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হলে সমাজ থেকে মাদক চিরতরে নির্মুল করতে হবে।
রোববার লালমোহন থানার আয়োজনে মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সভায় সম্মানিত অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমূখ।