রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারাদেশের ন্যায় দ্বীপজেলা ভোলারও অনেক উন্নয়ন করেছেন। ভোলাবাসীর এখন একটাই স্বপ্ন, “ভোলা-বরিশাল ব্রিজ” নির্মাণ।
বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকলে ইনশাআল্লাহ দ্বীপবাসীর এ স্বপ্নও পূরণ হবে। তাই দেশের ও জনগণের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমাদের সকলকে দোয়া করতে হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে লালমোহনের বদরপুরে জেলেদের মাঝে চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এদিন বদরপুর ইউনিয়নের ২৭৯০জন জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, বদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম তালুকদার, প্রকল্প কর্মকর্তা অপূর্ব দাস প্রমূখ।