শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে “বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করেছেন ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে “গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থা” আয়োজনে “বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন করেন তিনি।
টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে “ডাওরী একাদশ” বনাম “গজারিয়া একাদশ” অংশগ্রহণ করে। খেলাটি ১-১ গোলে ম্যাচ ড্র হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, মাদকসহ সকল সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে মুক্ত রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। একমাত্র খেলাধূলাই কিশোর ও যুবকদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন প্রমুখ।