শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » জাতিসংঘে বঙ্গবন্ধুর দেয়া বাংলায় প্রথম ভাষণের ৪৬তম বার্ষিকী আজ।।লালমোহন বিডিনিউজ
জাতিসংঘে বঙ্গবন্ধুর দেয়া বাংলায় প্রথম ভাষণের ৪৬তম বার্ষিকী আজ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের প্রথম সরকারপ্রধান হিসেবে ৪৬ বছর আগে এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঐতিহাসিক সেই ভাষণের মাধ্যমে বাংলা ভাষা ও বাংলাদেশ নতুন উচ্চতায় অধিষ্ঠিত হয়েছিল বিশ্বসভায়। একাত্তরের মুক্তিযুদ্ধকে শান্তি ও ন্যায়ের সংগ্রাম হিসেবে অভিহিত কোরে, নিপীড়িত মানুষের পক্ষের লড়াইয়ের প্রতি বলিষ্ঠ সমর্থন জানান বঙ্গবন্ধু।
১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হলে সর্বসম্মতিক্রমে বিশ্বসভার ১৩৬তম সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ওই বছরেরই পঁচিশে সেপ্টম্বর দেশের প্রথম সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিসংগ্রামকে সার্বিক অর্থে শান্তি এবং ন্যায়ের সংগ্রাম আখ্যায়িত করেন তিনি।
বেআইনি ভূখণ্ড দখল, জনগণের অধিকার হরণের জন্য সেনাবাহিনীর ব্যবহার এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে চলমান সংগ্রামের প্রতি বলিষ্ঠ সমর্থন দেন বঙ্গবন্ধু, যা আজও বিশ্বের নিপীড়িত মানুষের হৃদয়ের কথা হয়ে প্রতিধ্বনিত হচ্ছে।
গণতন্ত্র, ন্যায়পরায়ণতা, স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি অবিচল আস্থা রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তুলে ধরেন জাতির পিতা। ৪৬ বছর আগের ভাষণটি আজও অনুসরণীয়।