শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ আজ।।লালমোহন বিডিনিউজ
জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ আজ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রতি বছরের মতো এ বছরও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে আগেই রেকর্ড করা এ ভাষণ প্রচারিত হবে। প্রতি বছরের মতো এ বছরও বাংলায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে করোনা সংক্রমণ, রোহিঙ্গা সংকট ও জলবায়ুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।
এছাড়া ভ্যাকসিনের সমবন্টন এবং প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের ওপর করোনার প্রভাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী।