বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ২য় ধাপের সংক্রমণ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে-জানালেন স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
২য় ধাপের সংক্রমণ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে-জানালেন স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : (কোভিড-১৯) করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে সরকার পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্প্রসারিত সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময়, আসন্ন শীতে করোনা মোকাবিলায় সামাজিক অনুষ্ঠান বর্জনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন জাহিদ মালেক।
এদিকে, করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আসন্ন শীতে সংক্রমণ রোধে লকডাউনের কথা ভাবছে না সরকার। অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউনের বিকল্প ভেবে কর্মপরিকল্পনা ঠিক করতে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেয়া হয়েছে।