সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ » নওগাঁর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত।।লালমোহন বিডিনিউজ
নওগাঁর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নওগাঁয় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন: রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম এবং পোরশা উপজেলার ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দীন আলী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, ভিজিডি’র ৩ হাজার ৯৪০ কেজি চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
অন্যদিকে, পোরশা উপজেলার ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দীন আলীর বিরুদ্ধে মৃত্যু সনদের তারিখ পরিবর্তন করে প্রদানের অভিযোগ উঠে। এরপর স্থানীয় তদন্তের অভিযোগ প্রমাণতি হওয়ায় একই ধারায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।