শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ শুরু হয়েছে।।লালমোহন বিডিনিউজ
ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ শুরু হয়েছে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভারত থেকে দেশে প্রবেশ করেছে প্রায় দুইশ টন পেঁয়াজবাহী সাতটি ট্রাক। পাঁচদিন বন্দরে আটকে থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে প্রায় দুইশ টন পেঁয়াজবাহী সাতটি ট্রাক। এখনও বন্দরে তিনশ’র বেশি ট্রাক আটকে রয়েছে। আজ দুপুর ১২টার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক প্রবেশ শুরু করে। কয়েকদিন বন্দরে পড়ে থাকায় পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এদিকে, হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়েও ভারতীয় পেঁয়াজের ট্রাক প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞার কারণে ভারতের সীমান্তে আটকে থাকা পেঁয়াজবোঝাই কয়েকশ ট্রাক আটকে যায়। পরে ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশের অনুমতি পায় ট্রাকগুলো।