সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » এ কেমন পাষণ্ডতা: সম্পদ নিতে ব্যর্থ হয়ে বাবাকে কোপলো সন্তানেরা! ।।লালমোহন বিডিনিউজ
এ কেমন পাষণ্ডতা: সম্পদ নিতে ব্যর্থ হয়ে বাবাকে কোপলো সন্তানেরা! ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লক্ষ্মীপুর প্রতিনিধি : জোর করে জমি লিখে নেয়ার চেষ্টা ব্যর্থ হলে বাবাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে সন্তানেরা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়।
বিস্তারিত জানা গেছে, দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের ইমাম হোসেনের ছেলে মোঃ গনি বেপারী (৫০)কে তার ঔরসজাত সন্তান জুয়েল (২০),সোহেল (২৩),স্ত্রী সালেহা বেগম (২০) আহমদ উল্লাহ ছেলে রহমতুল্লাহ (৫০) সহ জোর করে অন্যায়ভাবে তার ব্যক্তি মালিকিও সম্পত্তি লিখে নেয়ার জন্য জোর সৃষ্টি করে ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। ধারালো ছেনি দিয়ে কুপিয়ে ভয়ানক জখম করে। এতে আহত গনি মিয়ার মাথায় আঠারোটি সেলাই দিতে হয়েছে।
এই নিয়ে রায়পুর মডেল থানায় গনি মিয়া বাদী হয়ে স্ত্রী-সন্তানকে আসামি করে মামলা দায়ের করেন। যার নং ২০।
এনিয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন-’ ঘটনাটি খুবই ভয়ানক। এ নিয়ে মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’