রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চোরাই টিন উদ্ধার: থানায় মামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে চোরাই টিন উদ্ধার: থানায় মামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নে বিচ্ছিন্ন এলাকা চর কচুয়া থেকে ৩৪পিস চোরাই টিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টম্বর) দুপুরে ওই এলাকার আছমত মিয়ার ছেলে চৌধুরীর বসতঘর থেকে এসব টিন উদ্ধার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে উত্তর চর কচুয়ার সৌরভ আবাসন প্রকল্পের কাজে ব্যবহৃত টিন চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকার চৌধুরীর বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘর থেকে ৩৪পিস চোরাই টিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় চৌধুরীর বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে।