
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে শতাধিক ইয়াবাসহ আটক-১।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে শতাধিক ইয়াবাসহ আটক-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ১০৩ পিস ইয়াবাসহ মো: মাহবুব (২৩) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (শনিবার) রাত সোয়া ১১টার দিকে উপজেলার রামকেশব ৫নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব ওই এলাকার মো: সফিজল খাঁর (সাফু খাঁ) ছেলে।
জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে শনিবার রাত সোয়া ১১টার দিকে বোরহানউদ্দিন থানার এস আই (নিঃ) মোঃ মিজবা উদ্দিন ও সংগীয় ফোর্স অভিযানকালে মোঃ মাহাবুব এর বসত ঘর থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুব কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।