শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ বেড়াজাল আটক করেছে কোস্টগার্ড।
উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, বৃহস্পতিবার তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডের সদস্যরা মেঘনার বাসনভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় প্রায় ৩০ হাজার মিটার অবৈধ বেড়াজাল জব্দ করা হয়। এসব জাল বিকালে স্লুইসগেট এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব আল নোমান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।