বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে বিষপানে বৃদ্ধের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
দৌলতখানে বিষপানে বৃদ্ধের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, দৌলতখান : ভোলার দৌলতখানে বিষপানে মোতাহার হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দিদারউল্যা গ্রামের খলিল মাল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ওই বাড়ির মৃত মন্তাজের ছেলে।
বুধবার (৯ সেপ্টম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে থানা পুলিশ।
নিহতের স্বজনরা জানান, মোতাহার দীর্ঘদিন যাবত পেটের পীড়ায় ভুগছিলেন। এ ছাড়া তার স্ত্রী হাসিনা বেগমের দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। এসব কারণে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।
দৌলতখান থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, বৃদ্ধের বিষপানের কারণ জানা যায়নি। তবে নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তিনি নিজেও পেটের পীড়ায় ভুগছিলেন।