বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সকালে ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি-সংসদে প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
সকালে ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি-সংসদে প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সকালে ঘুম ভাঙার পর নামাজের জন্য জায়নামাজ খুঁজি, নিজের চা নিজেই বানাই; সংসদে প্রধানমন্ত্রী।
রোজ সকালে ঘুম থেকে উঠেই নামাজের জন্য প্রথমে জায়নামাজ খোঁজেন। নামাজ শেষে কোরআন তেলওয়াত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ হাসিনা।
প্রশ্নোত্তর পর্বে ফখরুল ইমাম জানান তিনি নিজে ঘুম থেকে উঠে মোবাইল ফোন খোঁজেন, তার স্ত্রী ঘরদোর পরিষ্কার করতে ঝাঁড়ু খোঁজেন। আর প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে কী খোঁজেন তা জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোরে উঠে আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠে আগে নামাজ পড়ি। নামাজ শেষে কোরআন তেলাওয়াত করি। তারপর এক কাপ চা নিজে বানাই। সকালের চা আমি নিজে বানিয়ে খাই। চা-কফি যাই নিজে বানিয়ে খাই। ছোট বোন (শেখ রেহানা) বাসায় থাকলে দুজনের যে আগে ওঠে সে বানায়। মেয়ে পুতুল আছে। সেও আগে উঠলে চা বানায়। তার আগে ঘুম থেকে ওঠার পর নিজের বিছানাটা গুছিয়ে রাখি। এরপর বই-টই যা পড়ার পড়ি। আর ইদানিং করোনাভাইরাসের পরে সকালে একটু হাঁটতে বের হই। তবে আরেকটা কাজ করি এখন। সেটা বললে কী হবে (হেসে ফেলেন)। গণভবনে একটি লেক রয়েছে। হাঁটার পরে লেকের পাড়ে যখন বসি, তখন ছিপ নিয়ে বসি। মাছ ধরি।’
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে সামাজিক ও পারিবারিক শিক্ষা পেয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আব্বার নির্দেশ ছিল একজন রিকশাওয়ালাকে আপনি বলে সম্বোধন করতে হবে। ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে। কাজের যারা লোকজন তাদের কখনও চাকর-বাকর বলা যাবে না। হুকুম দেয়া যাবে না। তাদের কাছে কিছু চাইতে হলে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে। যে কারণে আমি প্রধানমন্ত্রী হতে পারি, যতদূর পারি নিজে করে খাই। এখনও আমার বাড়িতে কাজের মেয়ে যারা আছে কারো কাছে যদি এক গ্লাস পানি কখনও চাইতে হয় তাদের জিজ্ঞাসা করি আমাদের একটু এটা দিতে পারবে? এই শিক্ষাটা আমরা নিয়ে আসছি। এই শিক্ষা বাবা আমাদের দিয়ে গেছেন। এখনো মেনে চলি।’