বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহন-তজুমদ্দিনের শিক্ষাখাতে এমপি শাওনের সর্বোচ্চ গুরুত্বরোপ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন-তজুমদ্দিনের শিক্ষাখাতে এমপি শাওনের সর্বোচ্চ গুরুত্বরোপ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের হাল ধরবে। তাই নির্বাচিত হওয়ার পর থেকে এ এলাকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে লালমোহন-তজুমদ্দিনের শিক্ষাখাত বিষয়ে আলোকপাত করে স্ট্যাটাস দেন তিনি।
তার পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ- “আমার নির্বাচনী এলাকায় সবকিছুর প্রতিই আমি সতর্ক দৃষ্টি নিবন্ধন করি। তম্মধ্যে শিক্ষা খাতের প্রতি নজর আমার একটু বেশিই থাকে। কারন, আজকের এই শিক্ষার্থীগণই আগামীর বাংলাদেশের হাল ধরবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণের লেখাপড়ার খোঁজখবর নেওয়াসহ সার্বিক সুষ্ঠু পরিবেশে যেন ছাত্র-ছাত্রীগণ লেখাপড়া করতে পারে সেদিকে যথেষ্ট দৃষ্টি দেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীগণের চিত্তবিনোদনের প্রয়োজন রয়েছে। আর সে লক্ষেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের খেলাদুলাসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে নিজ থেকেই উপস্থিত থাকি। বিএনপি-জামাত জোট সরকারের আমলে আমার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছিলো সন্ত্রাসে অভয়ারণ্য। ছোট ছোট ছাত্রদের হাতে বিএনপি-জামাত অস্ত্র তুলে দিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করত। আমি নির্বাচিত হবার পরই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনি। এখন আর কোথাও ইভটিজিং নেই। নেই শিক্ষা প্রতিষ্ঠানে কোন হানাহানি। শিক্ষকদের এখন আর অপদস্থ হতে হয় না। নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে এখন ছাত্র-ছাত্রীগণ লেখাপড়া করে যাচ্ছে। এখানেই আমার প্রশান্তি।”