বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত-১।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: হানিফ (৪০) নামের একজন নিহত হয়েছেন।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত হানিফ জিন্নাগড় ইউনিয়ন ১নং ওয়ার্ডের আঃ লতিফ সর্দারের ছেলে।
সুত্রে জানা যায়, স্থানীয় লোকজন আহতবস্থায় হানিফকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহাবুব কবির তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হানিফের মৃত্যুর সংবাদে সর্বত্র শোকের মাতম বিরাজ করছে। শেষবারের মতো এক নজর দেখতে আত্বীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে শোকের পাল্লা ভারী হয়ে উঠছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল মরহুমের বাড়ির দরজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।