মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সাংবাদিককে হুমকির অভিযোগ: থানায় জিডি।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সাংবাদিককে হুমকির অভিযোগ: থানায় জিডি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে “আমাদের বরিশাল” পত্রিকার লালমোহন প্রতিনিধি ও মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান হাওলাদারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে চরফ্যাশন উপজেলা ওমরপুর এলাকার আলাউদ্দিনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লালমোহন উপজেলা সাব-রেজিস্টার অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুমকির শিকার সাংবাদিক মিজান হাওলাদার।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, লালমোহন উপজেলাধীন রায়চাঁদ ৫নং ওয়ার্ড এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মো: সামসুল আরিফের প্রয়োজনে লালমোহন সাব-রেজিস্টার অফিসে যান সাংবাদিক মিজান হাওলাদার। ওই সময় দলিলের বিভিন্ন কাগজ পত্রাদির বিষয় নিয়ে সাব-রেজিস্টারের সাথে কথা বলার একপর্যায়ে চরফ্যাশন উপজেলার কেফায়েত উল্যাহর ছেলে মো: আলাউদ্দিন সাংবাদিক কে গালমন্দ করে। একপর্যায়ে তার দিকে তেড়ে আসে। পরে লোকজন এগিয়ে এলে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় আলাউদ্দিন।
বিষয়টি থানায় জানিয়ে সাধারণ ডায়েরি পূর্বক ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশ দেখে সাব-রেজিস্টার অফিস এলাকা থেকে পালিয়ে যায় আলাউদ্দিন।