সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গ্রাম পুলিশদের সাথে এডিশনাল এসপি’র মতবিনিময়।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গ্রাম পুলিশদের সাথে এডিশনাল এসপি’র মতবিনিময়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের প্রত্যন্তাঞ্চলের অপরাধ দমনের লক্ষে গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান।
সোমবার দুপুরে লালমোহন থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালমোহনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, গ্রামাঞ্চলের অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম। তাই সামাজিক যেকোনো অপরাধ রোধে গ্রাম পুলিশ সদস্যদের আরও কঠোর হতে হবে। এতে অপরাধ প্রবনতা কমে আসবে।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার এএসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা।