শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে-এমপি জ্যাকব।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে-এমপি জ্যাকব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে। অতীতে অন্য যে কোন সরকারের আমলের চেয়ে বর্তমানে দেশের আইনশৃংখলা পরিস্থিতি অনেক উন্নত।
শুক্রবার (৪ সেপ্টেন্বর) দুপুরে ভোলার চরফ্যাসনের শশীভূষন থানায় নতুন ডাবল কেবিন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জ্যাকব আরও বলেন, ১৬ কোটি জনগণের দেশে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে অপরাধমুলক ঘটনা অনেক কম। করোনাকালেও প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে অর্থনৈতিক পরিস্থিতিও পৃথিবীর অনেক দেশ থেকে ভাল। করোনা অপশক্তি মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ মাথা উচুঁ করে আবারও বিশ্বের বুকে দাঁড়াতে সক্ষম হবে। অতীতে বিএনপি-জামায়েতের রাজনৈতিক নৈরাজ্যের কারণে মানুষ এখন নেতিবাচক রাজনীতি সমর্থন করেনা। দেশের মানুষ এখন আর সংঘাতের রাজনীতি চায়না, জঙ্গীবাদ সন্ত্রাস চায়না, দেশবাসী চায় উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা। শেখ হাসিনার শাসনামলে শহরের ন্যায় গ্রামের সাধারণ মানুষও অনেক শান্তিতে বাস করছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ, শশীভূষন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু জাহের ভূঁইয়া, মোঃ হোসেন চেয়ারম্যান,এনায়েত উল্লাহ সবুজ প্রমুখ।