মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অপরাধ নির্মূলে এডিশনাল এসপি রাসেলুর রহমানের কঠোর অবস্থান।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে অপরাধ নির্মূলে এডিশনাল এসপি রাসেলুর রহমানের কঠোর অবস্থান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনকে মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ ও অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: রাসেলুর রহমান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রমাগঞ্জ ইউনিয়নে কমিউনিটি বিট পুলিশ কার্যালয় পরিদর্শনকালে এমনটাই জানান তিনি।
তিনি জানান, উপজেলার প্রত্যাকঞ্চলের সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ কার্যালয় খোলা হয়েছে। অপরাধীরা মহামরী করোনা কারণে আজ সহজে মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমাদের বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সহজে অপরাধ দমন করতে পারবো। আপনারা আমাদের পুলিশ কে সঠিক তথ্য দিন আমরা ব্যবস্থা নিবো দ্রুত। সুন্দর সমাজ গড়তে হলে প্রতিটি মানুষকে মাদক ইভটিজিংসহ সকল অসামাজিক থেকে বিরত থাকতে হবে।
আজ দুই একটি মাদক ব্যবসায়ীর কারনে সমাজে অন্ধকার নেমে আসতে পারে না।সমাজে মাদক ব্যবসায়ী কে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিন।
এসময় উপস্থিত ছিলেন, রমাগঞ্জ ইউনিয়নের বিট পুলিশ অফিসার এস,আই কিশোর বিশ্বাস, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নিরব হোসাইন ,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য সহ এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।