সোমবার, ৩১ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আজ রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা’র ৬৭তম জম্মদিন।।লালমোহন বিডিনিউজ
আজ রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা’র ৬৭তম জম্মদিন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলাধীন রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা এর ৬৭তম জম্মদিন।
আলহাজ্ব গোলাম মোস্তফা ১৯৫৩ সালের ৩১ আগস্ট উপজেলার রমাগঞ্জের এক সভ্রান্ত পরিবারে জম্মগ্রহণ করেন।
নিজের জম্মদিন উপলক্ষে রমাগঞ্জ ইউনিয়নবাসীসহ লালমোহন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
৬৭তম জন্মদিনে বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন আলহাজ্ব মো: মোস্তফা মিয়া।
উল্লেখ্য, আলহাজ্ব গোলাম মোস্তফা ১৯৭৪ সাল থেকে দীর্ঘবছর লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। গত ২০১৩ সালে অবসর গ্রহণ করেন মানুষ গড়ার এ কারিগর।
দীর্ঘ চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ফলে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিক ও কর্মচারীরা তাঁকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত করেন। দীর্ঘ ১২ বছর সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্বও করেন তিনি। পরে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন তিনি। বর্তমানে সফলতার সাথে সেই দায়িত্বও পালন করে যাচ্ছেন আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া।