রবিবার, ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রীর সতর্কতা।।লালমোহন বিডিনিউজ
আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রীর সতর্কতা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদেরকে সতর্ক করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দল ভারি করার কথা বলে অনেকেই এ সুযোগ নিতে পারে। শোকদিবসের আলোচনায় করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশ যখন অর্থনৈতিক উন্নয়নের পথে তখনই ১৫ই আগস্টের হত্যাযজ্ঞ চালানো হয়। বলেন, এর সঙ্গে কারবালার ঘটনার মিল রয়েছে।
তিনি বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রঃ) ও তার পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনাসদস্য। ঘাতকেরা সেদিন নারী ও শিশুদেরও রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা কখনো নীতির সাথে আপোষ করেননি। তাই যুদ্ধাপরাধীর দল থেকে যেন কেউ আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকতে হবে। এবার আমরা এক সংকটময় সময়ে আশুরা পালন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সব সহযোগিতা অব্যাহত রেখেছি। আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এসময় সবাইকে ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে।
শেখ হাসিনা বলেন, বাঙালীকে নিয়ে বঙ্গবন্ধুর দেখা স্বপ্নের পথেই হাটছে বাংলাদেশ। পরে জাতির পিতাসহ ১৫ই আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী।